Tuesday, May 13

সফল নারী উদ্যোক্তা শিথীর আংটি বদল

সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: গত ২৯ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ ছিল স্যোসাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ নারী উদ্যোক্তা আফসানা মীর শিথীর সাথে মারুফের আংটি বদল। আর দিনটি ছিল খুবই স্পেশাল কারন সেদিন ছিল লিপিইয়ার আর সবাই জানি ৪ বছর পর পর এই দিনটি আসে। জনপ্রিয় ব্র্যান্ড ‘সিঁদূর’ এর প্রতিষ্ঠাতা শিথী। সিঁদূর পেজ দিয়ে প্রথমে অনলাইনে ব্যবসায় শুরু বেশ জনপ্রিয়তা পায় পরবর্তীতে মিরপুর অরজিনাল ১০ ও বসুন্ধরা সিটিতে সিঁদূর আউটলেটের মাধ্যমে নিজের ব্যবসায়ের সফলতা অর্জন করেন। ভবিষ্যতে রাজধানীর গুরুত্বপূর্ণ লোকেশনে আউটলেট করার পরিকল্পনা রয়েছে এই তরুন নারী উদ্যোক্তার। আংটি বদল এর অনুষ্ঠানেপ্রিয়জনদের ভালবাসা দিয়ে। শিথী ও মারুফের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধুবী ও শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বদেশ নিউজ২৪ সম্পাদক ও রেডিও স্বদেশের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান নারী উদ্যোক্তা শিথী ও মারুফের আংটি বদল অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানিয়েছেন। নারী উদ্যোক্তা, বন্ধুমহল থেকে অজস্র শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছেন এই তরুন নারী উদ্যোক্তা।

উল্লেখ্য, কফি টাইম উত্তরার প্রথম ব্র্যান্ড এ্যম্বাসেডর আফসানা মীর শিথী ১৯৯২ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। হোম টাউন টাংগাইল। ছোটবেলা থেকেই তিনি মিরপুরে বড় হয়েছেন। জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশুনা শেষ করেছেন। ঢাকা মেট্রোর ড্যাশিং ওপেনার পারভেজ মারুফ এর হবু স্ত্রী এই সফল নারী উদ্যোক্তা।স্বদেশ মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে জন্য অনেক অনেক শুভ কামনা।

Leave a Reply