Sunday, July 21

অনেক যুদ্ধ করে মৌকে বিয়ে করেছি! জানুন তাদের ভালোবাসার গল্প।

তারকা দম্পতি জাহিদ হাসান-মৌ। ব্যক্তি জীবনে সুখী দম্পতির নজির তারা। দীর্ঘ পথচলায় দু’জন দু’জনার পাশাপাশি হাঁটছেন তারা। তাদের কাছ থেকেই শোনা যাক তাদের ভালোবাসার গল্প।এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে…’ গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি। আর সে সময়ই অর্থাৎ শুটিংয়ের সময় থেকেই আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়।

হয়তো গানের কথার কারণেই প্রেম একটু দ্রুত জেগে ওঠে। সমস্যা হচ্ছে, আমার শাশুড়ি তখন কিছুতেই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না। অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এখনো আমরা ব্যক্তিজীবনে সফল জুটি। আমাদের ভালোবাসায় দুজন দুজনের প্রতি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে। ভালোবাসা নিয়ে আমার চিন্তা সরলরৈখিক। মানুষের মৌলিক হৃদয়বৃত্তিই ভালোবাসা। ভালোবাসার কোনো শ্রেণি নেই, থাকা উচিত নয়। ভালোবাসার প্রকাশ থাকা উচিত ৩৬৫ দিনই।’
উৎসঃ টাইমস নিউজ

Leave a Reply