Monday, November 4

২৪ মার্চ শুভমুক্তি পাচ্ছে ওমর সানি-রেসী-তুরাজ খানের “শূন্য”

shunnoআকাশ নিবির, সম্পাদনায়-আরজে সাইমুর: সব কিছুর অবসানের পর মুক্তি মিলছে জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনা ও বন্ধন বিশ্বাসের পরিচালনায় “শূন্য” চলচ্চিত্রটির। এই চলচ্চিত্রে ওমর সানি ও রেসীকে দেখা যাবে প্রথম জুটি হিসেবে! আর নতুন করে অভিষেক মিলছে নবাগত হিরো তুরাজ খানের। পরিচালক বন্ধন বিশ্বাস জানান, “শূন্য” চলচ্চিত্রটি আমার প্রথম কাজ। আমি চেষ্টা করেছি একটু রোমান্টিক আর এ্যাকশন ধাচের করতে। চলচ্চিত্রটি সম্পূর্ণ স্ব-পরিবার নিয়ে দেখার মত চলচ্চিত্র এটি। যেহেতু ওমর সানি আর রেসীর প্রথম জুটি! আমার মনে হয় দর্শক গল্পটি ভাল ভাবেই নিবে। নবাগত তুরাজ খানও একজন মঞ্চের মানুষ হিসেবে বেশ ভাল করেছে এই চলচ্চিত্রে। আর নবাগত নায়িকা হিসেবে কাজ করেছেন সানজিদা তন্ময়। আশাকরি সবাই হলে এসে স্ব-পরিবার মিলেই চলচ্চিত্রটি দেখতে পারবেন। নবাগত তুরাজ খান জানান, আমি আপনাদের ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। জানিনা আমার প্রথম চলচ্চিত্রে কতটা ভালো অভিনয় করতে পেরেছি! সেটা দর্শক হলে এসে দেখলে আমার এতদিনের চেষ্টা স্বার্থক হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি সবাইকে খুব তারাতাড়ি আরও একটি সু-খবর দেবো ইনশাআল্লাহ।

Leave a Reply