Monday, September 9

বাংলাদেশী নারী নিহত

53567_glsআমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রামোনা বিমানবন্দরের উত্তরে শনিবার একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ২:৩০ মিনিটে বিমানটি গিলেস্পি ফিল্ড এয়ারপোর্ট থেকে আকাশে উড়ে। এবিসি নিউজের সহযোগী সংবাদ মাধ্যম টেননিউজ নিশ্চিত করেছে, নিহত শিক্ষার্থী পাইলট হলেন বাংলাদেশী নারী শায়রা নুর (২১)। তিনি ঢাকার বাসিন্দা।
দেসাই শুভম নামে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি শায়রা নুরের ঘনিষ্ঠ বন্ধু। তারা আমেরিকান অ্যাভিয়েশন অ্যাকাডেমিতে বিমান চালনা শিখছিলেন। শুভম বলেন, নুর তার পিতার মতো পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। সান ডিয়েগোর ওই স্কুলে তিনি প্রায় ৯ মাস ধরে বিমান চালনা শিখছিলেন।
শনিবার বিকেলে যখন ওই সেসনা বিমান রামোনা এলাকার কাছে একটি পর্বতে বিধ্বস্ত হয়, তখন নুর পেছনের আসনে ছিলেন। প্রশিক্ষক ও আরেক শিক্ষার্থী ছিলেন সামনের আসনে। তারা দু’ জন আহত হন।

Leave a Reply