চলতি মৌসুমে মঙ্গলবার সবচেয়ে বাজে রাত কাটালেন লিওনেল মেসি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো তার দল বার্সেলোনা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) কাছে। পিএসজি’র মাঠে একেবারে মলিন ছিলেন বার্সেলোনার তিন ফরোয়ার্ড লিওলেন মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। বিশেষকরে তারকা খেলোয়াড় মেসিকে তো চেনাই যায়নি। তিনি পুরো ম্যাচে প্রতিপক্ষে ডি বক্সের মধ্যে একবারও বল স্পর্শ করতে পারেননি। তিনি এদিন মোট ৫০বার বল স্পর্শ করলেও সবগুলো ছিল ডি বক্সের বাইরে। চলতি মৌসুমে মেসির সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটলো। অথচ ফর্মের তুঙ্গে থেকে তিনি চলতি মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ৩২ গোল। এছাড়া পুরো দল এদিন ছিল ব্যর্থ। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে অনটার্গেটে তারা মাত্র এক শট নিতে পারে এদিন। এমন লজ্জাজনক হারকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। বলেন, ‘এটা একটি বিপর্যয়। ম্যাচের ফল কেন এমন হলো তার ব্যাখ্যা কঠিন নয়। পিএসজি ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে। চাপ কাটিয়ে তারাই বরং আমাদের চাপে ফেলে। আমরা স্পষ্ঠত তাদের চেয়ে অনেক নিচু মানের ফুটবল খেলেছি।’