Tuesday, September 10

ঈদে কন্ঠশিল্পী ইফতেখারুল লেনিন ও মুনের ডুয়েট গানের হ্যাট্রিক!

সম্পদনায়-আরজে সাইমুুর, স্বদেশকন্ঠ: সম্প্রতি প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী ইফতেখারুল লেনিন ও মুনের কন্ঠে চমৎকার একটি মিউজিক ভিডিও “ভেবেছি রাতদিন”। গানটি লিখেছে তারিক তুহিন আর সঙ্গীত পরিচালক করেছেন লেনিন। ভিডিও নিমার্ণ করেছেন সৈকত রেজা। এছাড়াও আরো ২টি গান আসছে লেনিন ও মুনের। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানগুলো ঈগল মিউজিক এর ব্যানারে প্রকাশে পাবে। গানগুলো নিয়ে সঙ্গীতশিল্পী ইফতেখারুল লেনিন ও মুন অনেক আশাবাদি। স্বদেশকে তারা বলেন গানগুলো শ্রোতাদের কাছে ভাল লাগবে। সবার কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply