সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশকন্ঠ: সম্প্রতি দেশের স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন মাহমুদের ১০ম একক অ্যালবাম “প্রিয়জন”। প্রিয়জন অ্যালবামে মোট ৬টি গান রয়েছে। গানগুলো হলো প্রিয়জন, বৃষ্টি, নিশি দিন, অসময় -২,মনের কথা ও সীমাহীন ভালোবাসা। ৪টি গানই ডুয়েট গেয়েছে জুলি, নাজু, মেঘলা ও প্রমি তামান্না। ২টি গান মিলন মাহমুদ একা গেয়েছেন। আর ৬টি গানের কথা ও সুর করেছেন মিলন মাহমুদ। আর সব গানের সঙ্গীত আয়োজন করেছেন সচি শামস। খুব শীঘ্রই ৩টি গানের মিউজিক ভিডিও নির্মানের পরিকল্পনা রয়েছে। প্রিয়জন এলবামের গানগুলো ইতিমধ্যে শ্রোতাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন। ইউটিউব ও ফেসবুকে হাজার হাজার মানুষ শুনছে এই প্রিয়জন।
সঙ্গীতশিল্পী মিলন মাহমুদ ও আরজে সাইমুরের সাক্ষাতকার
সঙ্গীতশিল্পী মিলন মাহমুদ এর প্রিয়জন অ্যালবামের ৬টি গান একসাথে শুনুন