
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
আসছে বি.কে শাহিন খানের পরিচালনায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্লাবন কোরেশীর “কেমন আছো”। গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ, সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশী। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আভা মনি ও কন্ঠ দিয়েছেন প্লাবন নিজেই। গানটির মিউজিক ভিডিও এলএসবি’র ব্যানারে প্রকাশিত হচ্ছে।