সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশকন্ঠ: কানাডা প্রবাসী কাজল বিল্লাহ দীর্ঘ ১৮ বছর ধরে প্রবাসে বাস করেন কিন্তু বাংলা গান তার মনে প্রানে। তিনি প্রায় সব ধরনের গান গেয়েছেন আধুনিক, ফোঁক, রবীন্দ্রসংগীত, রক। এবার ঈদেও একসাথে অনকগুলো এলবাম প্রকাশ পেয়েছে তার। ২২ জুলাই প্রকাশ পেল তার রবীন্দ্রসঙ্গীত ”স্বপ্ন চারিনী” গানের মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি মেঘ বলেছে যাবো এলবাম এর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও সুরে এই গানটি নতুন করে নির্মান করেছেন এলান। গানটির সঙ্গীত আয়োজন করেছেন পানকাজ। মিউজিক ভিডিওটি সংগীতার ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির মডেল সঙ্গীতশিল্পী কাজল বিল্লাহ ও ইয়াশা রহমান।
নিচে গানটির ইউটিউব লিংক দেওয়া হলো-