Tuesday, September 10

সাভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

54066_mapসাভারে প্রাইভেট কার দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচ জন। গতকাল দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ থেকে  প্রাইভেট কার যোগে একই পরিবারের পাঁচ জন সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসার জন্য রওনা হয়। তাদের প্রাইভেট কারটি ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়ক বিভাজকের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়। এসময় ওই প্রাইভেট কারের পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে আরশেদ আলী  নামের এক বৃদ্ধ (৮৫) মারা যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply