বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলে গেল বাংলাদেশ নারী দলের। সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করে রুমানা আহমেদরা। দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতকে হারালে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতো টাইগ্রেসরা। কিন্তু উল্টো ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলো তারা। এতে আসরে টানা ষষ্ঠ জয়ে জুনে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও ওয়েলসের নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ভারতের নারী দল। অন্যদিকে বাংলাদেশ পড়লো বড় শঙ্কায়। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। আগামীকাল শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, কিছু সমীকরণ সামনে নিয়ে লঙ্কানদের বিপক্ষে রানরেট বাড়িয়ে বড় জয় পেতে হবে।
গতকাল ভারতকে ১৫৬ রানের টার্গেট দেয় রুমানা বাহিনী। জবাবে ৩৩.৩ ওভারে টার্গেট পার করে আসরের একমাত্র অপরাজিত দল ভারত। ওপেনার মোনা মেশরাম ৭৮ ও অধিনায়ক মিতালী রাজ ব্যাট হাতে খেলেন ৭৩ রানের হার না মানা ইনিংস। অপর ওপেনার দীপ্তি শর্মাকে ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরান বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার খাদিজাতুল কুবরা। ২০১৭ বিশ্বকাপ কোয়ালিফায়ার আসরে গতকাল কলম্বোয় টস হেরে আগে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। এতে ১৫৫/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে রুমানা বাহিনী। ব্যাট হাতে অর্ধশতক হাঁকান মিডলঅর্ডার খেলোয়াড় ফারজানা হক। ১০৭ বলের ইনিংসে ফারজানা হাঁকান পাঁচটি বাউন্ডারি। ওপেনার শারমিন আখতার করেন ৩৫ রান। সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলেন শারমিন আখতার। ওই ম্যাচে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৭ উইকেটে জয় কুড়ায় বাংলাদেশ। শুক্রবার ভারতীয় পেসার মানসি জোশি ১০ ওভারের স্পেলে ২৫ রানে নেন তিন উইকেট। আগামী ১৯শে ফেব্রুয়ারি সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
২০১৭ নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার আসরের বি’ গ্রুপে পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাদে সুপার সিক্স পর্বের টিকিট পায় বাংলাদেশ। গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হার দেখেন রুমানারা। নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার আসরের সুপার সিক্স পর্বে খেলাটা গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণেও। সুপার সিক্স পর্বের যোগ্যতা দেখিয়ে অক্ষুণ্ন রইলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে মর্যাদা। এতে মহিলা ক্রিকেটে আগামী চার বছরের জন্য ওয়ানডে মর্যাদা ধরে রাখলো বাংলাদেশ। আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ২০১৭ নারী বিশ্বকাপ আসর। কোয়ালিফায়ার আসরের সুপার সিক্স পর্বের শীর্ষ চার দল পৌঁছবে ২০১৭ নারী বিশ্বকাপে। আর নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের (আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ) সেরা চার দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে সরাসরি। কোয়ালিফায়ার সুপার সিক্স পর্বে গ্রুপের মুখোমুখি লড়াইয়ের পয়েন্ট জমা পড়েছে জয়ী দলের একাউন্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত নারী দল, ফিল্ডিং
বাংলাদেশ নারী দল: ৫০ ওভার; ১৫৫/৮ (শারমিন সুলতানা ৭, শারমিন আখতার ৩৫, সানজিদা ২, ফারজানা ৫০, রুমানা ১১, নিগার ১৮, সালমা ১৪, শায়লা ১০*, জাহানারা ২, জোশি ৩/২৫)।
ভারত নারী দল: ৩৩.৩ ওভার; ১৫৮/১ (মোনা ৭৮, দীপ্তি ১, মিতালী ৭৩, খাদিজা ১/৩৭)।
ফল: ভারত নারী দল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোনা মেশরাম (ভারত)