Tuesday, September 17

মতবিরোধ…

54065_saif-kareenবলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান অভিনয়ে আসছেন। এ কথা আগেই জানা গেছে। আর করণ জোহরের হাত ধরেই সারা অভিষেক হচ্ছে এসব কথাও জেনেছেন সবাই। প্রথম ছবিতে সাইফ কন্যার সঙ্গে থাকছেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাটও। কিন্তু বিষয়টি যেন নবাব মেনেই নিতে পারছেন না। মেয়ের অভিষেক হবে তাতে অন্য নায়িকার থাকলে সারার চরিত্রের ওপর প্রভাব পড়ার শঙ্কা অনুভব করছেন বলেই আলিয়ার উপস্থিতি মানতে চাইছেন না সাইফ। এদিকে করণের ছবিতে সারা অভিনয় করবে ভেবেই দারুণ খুশি সাইফপতিœ কারিনা কাপুর খান। আর এ নিয়েই দু’জনের মধ্যে শুরু হয়েছে মতবিরোধ। জানা গেছে, সারার ক্যারিয়ার নিয়ে সাইফ-কারিনার মধ্যে কিছুটা মতবিরোধ হয়েছে। ‘রেস’খ্যাত এই তারকা চান না তার মেয়ের বলিউড অভিষেক আলিয়ার সঙ্গে হোক। কেননা বলিউডের অনেকেই মনে করেন বড় বড় ছবিগুলোতে আলিয়াকে নেয়ার জন্য তার নাম সুপারিশ করে থাকেন করণ। যা সাইফের মোটেও পছন্দ নয়। এছাড়া তিনি চান না তার মেয়ের ক্যারিয়ারের ওপর অন্য কারও প্রভাব পড়ুক। তিনি মনে করেন সারার আরও আত্মনির্ভশীল হওয়া উচিত। তবে এ ব্যাপারটির সঙ্গে একমত নন কারিনা। সারা নিজের দক্ষতা দিয়েই সুনাম কুড়াবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করেন কারিনা। তাই করণ জোহরের এ ছবিতে সারা সঙ্গে আলিয়ার উপস্থিতি থাকলে কোনো প্রভাব পড়বে না বলেই মনেপ্রাণে বিশ্বাস নায়িকার।

Leave a Reply