Saturday, October 12

লন্ডনে শ্রুতির ডেটিং

53928_srutiগত তিন মাস ধরে বলিউডে ব্যাপক গুঞ্জন। অভিনেত্রী শ্রুতি হাসান প্রেম করছেন। কিন্তু তার প্রেমিকের নাম কিংবা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বেরিয়ে আসেনি। আগে শুধু জানা গেছে লন্ডনের একটি ছেলের সঙ্গে শ্রুতির ঘনিষ্ঠতার কথা। অবশ্য এবার নায়িকার প্রেমবিষয়ক সব রহস্য উদঘাটন হলো। লন্ডনের ওই ছেলেটির নাম মাইকেল কোরসেল। তিনি সেখানকার অভিনেতাও। কিছুদিন আগে মুম্বই ঘুরে গেছেন মাইকেল। এরপর শ্রুতিই গেলেন তার কাছে। আর এই ভালোবাসা দিবস উদযাপন প্রেমিকের সঙ্গেই করলেন শ্রুতি। লন্ডন শহরে দুজনকে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। এ নিয়ে নানা মহলে চলছে অনেক আলোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন কমল হাসান কন্যা। এর আগেও শ্রুতি নিজের প্রেমবিষয়ক ব্যাপারগুলো গোপন রেখেছিলেন। কিন্তু যে খবর বাতাসের আগে উড়ে সেটা তো আর গোপন রাখা যায় না। প্রকাশ হয়েই গেল। অবশ্য, চারদিকে যখন মাইকেলের সঙ্গে প্রেম নিয়ে কানাকানি চলছে তখনই নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন শ্রুতি। আর সঙ্গে সঙ্গেই সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। এখন দেখার পালা, লন্ডনভিত্তিক এ অভিনেতার সঙ্গে কমল হাসান কন্যার প্রেম কতদূর এগোয়।

Leave a Reply