Saturday, December 13

২২ জানুয়ারি’২২ প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১

বিনোদন ডেস্ক : আগামি ২২ জানুয়ারি ২০২২ শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০-২১’ অনুষ্ঠিত হবে। ওয়েসিস কনফারেন্স হল প্যান প্যাসিফিক সোনারগাঁ, ঢাকায় এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে নান্দনিকতায় স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী ও তারকা শিল্পী-কুশলীদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার। এ সময় অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস এর যুগ্ম সাধারন সম্পাদক আরজে সাইমুর রহমান জানান- বিশ্ব মহামারির কারনে বিগত বছরের বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারিনি । তাই এবার আমরা বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯-২০২০ ও ২০২১ সালের অনুষ্ঠান একসাথে আয়োজন করতে যাচ্ছি। এবার সম্মানিত ও অভিজ্ঞ জুড়ি বোর্ডের মাধ্যেমে মনোনয়ন ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

Leave a Reply