Saturday, April 13

রিভার্স সুইং দিয়ে ভারতকে ঘায়েল করতে চান স্টার্ক

mitchell-stark-300x169রায়হান কবিরঃ  ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে রিভার্স সুইং দিয়ে ভারতকে ঘায়েল করতে চান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আগামী শনিবার থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এমন মন্তব্যই করলেন স্টার্ক। তিনি বলেন, ‘ব্যাঙ্গালুরুর পীচ সর্ম্পকে আমার ভালো ধারণা আছে। পীচ যে রকমই হোক না কেন, রিভার্স সুই-এর কাজটাও সেখানে ঘটাতে হবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টিতে দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টার্ক। তাই ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা অনেক বেশি তার। আর এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তাই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে ভারতকে রিভার্স সুইং দিয়ে ঘায়েল করতে মরিয়া স্টার্ক, ‘এখানে নতুন বলে খুব বেশি সুইং পাওয়া যায় না। যা করার রিভার্স সুইং দিয়েই করতে হবে। স্পিনারদের পাশাপাশি উইকেট নিতে হবে আমাদের পেসারদের। এ জন্য রিভার্স সুইং নিয়ে আমি ও জশ হ্যাজেলউড অনেক বেশি অনুশীলন এবং পরিকল্পনা তৈরি করেছি। রিভার্স সুইং দিয়েই ভারতকে ঘায়েল করতে চাই। যেমনÑ উইকেটই হোক রিভার্স সুইং দিয়েই ভারতকে ঘায়েল করতে হবে।’
ব্যাঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান নিজেদের পুরোপুরিভাবে মেলে ধরতে পারেনি। ব্যাঙ্গালুরুতে ব্যাটসম্যানদের ভালো ইনিংস দেখার প্রত্যাশায় স্টার্ক, ‘প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে হবে আমাদের। দলের ব্যাটসম্যানরা যদি একটা ইউনিট হিসেবে খেলতে পারে, বড় রান তুলতে পারে, তবে আমরা ভালো অবস্থায় থাকবো। এ ছাড়া আমরা জানি, ভারতের ২০ উইকেট নেয়ার মতো বোলার আমাদের আছে। বড় পুঁিজ থাকলে বোলারদের জন্য কাজটা সহজ হয়।’
পুনে টেস্টে ৩৩৩ রানের দুর্দান্ত জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ভবিষ্যত নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। তবে এসব অস্ট্রেলিয়া কানে নেয়নি জানিয়ে স্টার্ক বলেন, ‘আমাদের কাজ মাঠে লড়াই করা। মাঠের পারফরমেন্স নিয়েই আমরা ব্যস্ত থাকি। সিরিজ শুরুর আগে দল যেমন উজ্জীবিত ছিলো, পুনে টেস্ট জয়ের পরও আমরা তেমনই আছি। ভালো খেলার ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই এবং সিরিজের বাকী ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি।’

Leave a Reply