Monday, September 9

ঢাকায় আসবেন শ্রেয়া ঘোষাল

shreya-300x300রায়হান কবিরঃ  ২০১৫ সালের জুন মাসে গান শোনাতে এসেছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। আবার তার পরিবেশনা উপভোগ করতে পারবেন ঢাকার ভক্তরা। ৩১ মার্চ ঢাকায় আসছেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস।

অক্টোপি লিমিটেডের অ্যাকাউন্ট ডিরেক্টর মিলন কুমার বিশ্বাস জানান, শ্রেয়ার পাশাপাশি এই আসরে গান করবেন বাংলাদেশের পিন্টু ঘোষ, মিফতাহ জামান, আনিকা প্রমুখ। এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান ও মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, কনসার্টের টিকেট পাওয়া যাবে হোটেল ওয়েস্টিন, মিরপুরের সাবাব, ফ্লোর সিক্স, ধানমন্ডির ক্যাফে দরবার,হাতিরঝিলের ক্যাফে জার্নাল ও ক্যাফে ইনার্সে।

এ ছাড়া সহজ ডটকম, টিকিট চাই ডটকম ও হ্যালো ইভেন্টস ডটকমেও টিকিট পাওয়া যাবে। সরাসরি যোগাযোগ করা যাবে ০১৯৭১৪২২২২৮ ও ০১৯১৫৯৮৯৩৪২ নম্বরে।

Leave a Reply