
ভরা সেচ মৌসুমে রাবার ফুটো হয়ে অকেজো হয়ে পড়ে আছে দেশের বৃহত্তম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম। এতে সেচ সংকটে পড়েছে এই রাবার ড্যামের ওপর নির্ভরশীল দিনাজপুরের দুটি উপজেলার ৯ ইউনিয়নের প্রায় ছয় হাজার হেক্টর জমি।
ফলে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার হাজার হাজার কৃষক। তবে রাবার ড্যামটি মেরামতের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে গত ২০১১ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর মোহনপুর ব্রিজ এলাকায় একটি রাবার ড্যাম নির্মাণ শুরু করে সরকার। ১৩৫ মিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খরা মৌসুমে এই ড্যাম ফুলিয়ে আত্রাই নদীর ৪৪ কিলোমিটার এলাকায় ধরে রাখা হয় পানি। আর সেই পানি দিয়েই দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বোরোসহ বিভিন্ন ফসল আবাদ করা হয়।
কিন্তু এবার সেই ড্যামটির রাবার নষ্ট হয়ে যাওয়ায় ধরে রাখতে পারছে না পানি। শুকিয়ে গেছে দুই উপজেলার ৯ ইউনিয়নে চাষাবাদের জন্য সেচের প্রধান উৎস আত্রাই নদীর পানি। নদীর বিভিন্ন স্থানে পানি থাকার বদলে পরিণত হয়েছে ধু-ধু বালুচরে। সেচনির্ভর ভরা বোরো মৌসুমে এ অবস্থার সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার হাজার হাজার কৃষক।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামের কৃষক আজিজার রহমান জানান, আড়াই বিঘা জমিতে বোরো আবাদ করার প্রস্তুতি নিয়েছেন তিনি। প্রতিবছর আত্রাই নদীতে রাবার ড্যাম দিয়ে আটকানো পানি দিয়েই তিনি এই বোরো আবাদ করে থাকেন। কিন্তু এবার রাবার ড্যামটি নষ্ট হয়ে থাকায় আত্রাই নদীতে নেই কোনো পানি। এদিকে বোরো চারাও বড় হয়ে যাচ্ছে। কিন্তু পানির অভাবে জমিও প্রস্তুত করতে পারছেন না, আর বোরো ধান রোপন করতে পারছেন না তিনি। এ অবস্থায় বোরো আবাদ দুশ্চিন্তায় এই কৃষক।
একই এলাকার কৃষক মিন্টু হোসেন জানান, প্রতিবছর পাঁচ বিঘা জমিতে বোরো আবাদ করে করে থাকেন তিনি। রাবার ড্যাম দিয়ে আটকানো আত্রাই নদীর পানি সেচ দিয়ে এই বোরো আবাদ করায় জমিতে সেচ দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থাও নেই তার। কিন্তু মৌসুম শুরু হয়ে গেলেও পানির অভাবে বোরো আবাদ শুরু করতে পারেননি তিনি।
রাবার ড্যামটি নির্মাণ হয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে। আর এর রক্ষণাবেক্ষণের কাজও করে থাকেন এই দপ্তরটি।
রাবার ড্যামের রাবার নষ্ট হয়ে থাকার কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ জানান, রাবার ড্যামটির রাবার ফুটো হয়ে গেছে। তা ড়া রাবার ড্যামের দুইধারে মেরামত কাজও করতে হবে।
তিনি বলেন, এটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এটি দ্রুত মেরামতের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।vv
