Tuesday, December 16

শুভ জন্মদিন প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল

শুভ জন্মদিন বিখ্যাত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল।‘বীর’, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ এর মতো সফল ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন। গত বছরেই ইকবাল প্রযোজক থেকে পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ করেছেন। তিনটি ছবির ঘোষণা দিয়ে সম্প্রতি তিনি ‘রিভেঞ্জ’ ছবির এক লটের শুটিং শেষ করেছেন। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন শবনম বুবলী ও রোশান। ফিল্ম ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল। উল্লেখ্য গত বছরের মে মাসে গুলশানের একটি রেস্তরাঁয় মহরতের মধ্য দিয়ে শুরু হয় ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের কার্যক্রম। সম্প্রতি দিবাগত রাতে এফডিসিতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় এ চলচ্চিত্রের শুটিং।
এই চলচ্চিত্রে বুবলী ও জিয়াউল রোশান জুটি বাঁধেন। শুটিংয়ের শেষ দিনে এসে পরিচালক মোহাম্মদ ইকবাল জানালেন, এ জুটিকে নিয়ে নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। রোশানের সঙ্গে চুক্তিপত্রে সই হয়ে গেলেও বুবলী মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। ‘বিট্রে’ নামের এই চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর। সম্প্রতি মোহাম্মদ ইকবাল শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড পেয়েছেন।
স্বদেশ কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরজে সাইমুর রহমান এর পক্ষ থেকে এই বিখ্যাত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবালের শুভ জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply