Thursday, March 28

‘ভারতে ৭০ হাজার কোটি রুপির কালো টাকা সনাক্ত’

55875_Naz-6ভারতে এখন পর্যন্ত ৭০ হাজার কোটি রুপি সমমূল্যের কালোটাকা সনাক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। এসআইটির ডেপুটি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিজিত পাসায়াত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, এই কালোটাকার মধ্যে ভারতীয়দের বিদেশে পাচার করা ১৬ হাজার কোটি রুপিও রয়েছে। এ খবর দিয়েছে দ্য হিন্দু পত্রিকা।
খবরে বলা হয়, অর্থনৈতিক ও আর্থিক খাত সংক্রান্ত বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিচারপতি পাসায়েত বলেন, এসআইটি নিজেদের ষষ্ঠ আন্তর্বর্তী প্রতিবেদন এপ্রিলের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে। তিনি বলেন, গত দুই বছরে সর্বোচ্চ আদালতের কাছে বিভিন্ন সুপারিশ করেছে। তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ সুপারিশ সরকার গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু এখনও বিবেচনাধীন।’

Leave a Reply