Friday, April 26

পাকিস্তানে যাচ্ছেন বিজয়

55881_Bijoyঅবশেষে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল খেলতে যাওয়ার অনুমতি পেলেন এনামুল হক বিজয়। আজ তাকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আগামীকাল সকালে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশের এ ওপেনার। পিএসএলের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরও হয় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এবারের ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপার লড়াই হবে ৫ মার্চ। ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। গত বছরও তারা ফাইনালে ওঠে। কিন্তু শিরোপার লড়াইয়ে হেরে যায় ইসলামাবাদ ইউনাইটেডের কাছে। আর এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী পেশোয়ার জালমি কিংবা করাচি কিংস। পাকিস্তান সুপার লীগের এবারের আসরে পেশোয়ারের হয়ে খেলেছেন বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আর মাহমুদুল্লাহ খেলেছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের কারণে ফাইনালের আগেই তারা আমিরাত ছেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ মার্চ শুরু হতে যাওয়া টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। অন্যদিকে পিএসএলের ফাইনাল লাহোরে হওয়ায় অনেক বিদেশি খেলোয়াড় সেখানে যাচ্ছেন না। কেভিন পিটারসেন, লুক রাইট ও টাইমাল মিলসের মতো বেশ কয়েকজন খেলোয়াড় দেশে ফিরে গেছেন। এতে পিএসএলের ফাইনালে অন্য বিদেশি খেলোয়াড়দের খেলানোর চেষ্টা করে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মাহমুদুল্লাহর ক্লাব কোয়েটা এনামুল হক বিজয়কে ফাইনালের খেলার আমন্ত্রণ জানায়। শুরু থেকেই তিনি সেখানে খেলতে ইচ্ছুক। এ ব্যাপারে বিসিবি’র কাছে অনুমতি চান বিজয়। সেই আবেদনের প্রেক্ষিতে আজ তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বিসিবি। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘এনামুল পিএসএলের ফাইনালে খেলার জন্য পাকিস্তানের যাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছিল। আমরা অনুমতি দিয়েছি।’ এ বিষয়ে এনামুল হক বিজয় বলেন, ‘বিসিবি যে সিদ্ধান্ত দিতো তাই আমি মেনে নিতাম। আমাকে তারা পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে। আমি সেখানে যাবো। বিষয়টি আমি কোয়েটাকে নিশ্চিত করেছি। সেখানে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবো। বড় মঞ্চে খেলার সুযোগটা কাজে লাগাতে চাই।’  

Leave a Reply