Friday, November 8

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী মো. আনোয়ার হোসেনের ইন্তেকাল

55878_B.Baria-Kaji-Anwerবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি কাজী মো. আনোয়ার হোসেন আর নেই। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কাজী আনোয়ার ১৯৮৬, ৮৮, ৯১ ও ২০০১ সালে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি নবীনগরের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তার পরিবার সুত্রে জানা গেছে, আজ বাদ আসর ঢাকার গুলশান সোসাইটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জোহর নবীনগর সদরে এবং তৃতীয় দফা তার গ্রামের বাড়ি যশোতুয়া গ্রামে মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি ও এর শরীক অন্যান্য দলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে ছুটে যান।

Leave a Reply