Friday, April 26

ভারতের বদলে বাংলাদেশকে চায় পাকিস্তান

ভারতের বদলে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানে সফরের কথা ছিল ভারত ক্রিকেট দলের।  কিন্তু দুই দেশের মধ্যে বর্তমান যে রাজনৈতিক দ্বন্দ্ব তাতে সফরটা না হওয়ার সম্ভাবনা প্রবল। এতে ওই সিরিজের জন্য ভারতের বদলে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে চাইছে পিসিবি। পাকিস্তান সুপার লীগের (পিসিবি) দ্বিতীয় আসরের ফাইনাল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পাকিস্তানের লাহোরে। অনেকের বাঁধা সত্বেও কর্তৃপক্ষ দারুণভাবে সেটা সম্পন্ন করেছে। বিশ্বকে দেখিয়েছে, পাকিস্তান বিদেশি ক্রিকেটারদের জন্য অনিরাপদ নয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারাও সেপ্টেম্বরে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর পরিকল্পনা করছে। এতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে দিশেটির ক্রিকেট বোর্ড। তাই ভারত সফর না করলেও বছরের শেষ দিকে নিজেদের মাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ব্যাপারে তারা বদ্ধপরিকর। এ ব্যাপারে পিসিবি’র নির্বাহি বোর্ডের প্রধান নাজাম শেঠি বলেন, ‘আশা করছি, বছরের শেষের দিকে শীতের মৌসুমে আমরা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে পাকিস্তানের মাটিতে পাবো। এ বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো। পাকিস্তানের মাটিতে পিএসএলের ফাইনাল সফলভাবে সম্পন্ন করার পর আমরা এখন এ ব্যাপারে আশাবাদী।‘ তিনি আরো বলেন, ‘ডিসেম্বরে সিরিজ আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী। দেখা যাক- বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা আসে। তবে এ বিষয়টি নিশ্চিত যে, সামনের শীতে আমরা আন্তর্জাতিক সিরিজের আয়োজন করছি।’

Leave a Reply