
সিরিজের প্রথম টেস্টে সফরাকারী অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে হারে ভারত। কিন্তু চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ৭৫ রানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে ১৮৯ ও ২৭৪ রান করে। ৮৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। আজ চতুর্থ দিন তারা অলআউট হয় ২৭৬ রানে। এতে জয়ের জন্য শেষ ইনিংসে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৮ রান। মামুলি এই টার্গেট সামনে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে মাত্র ১১২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ৭৫ রানের জয় নিশ্চিত করেছে ভারত। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৪১ রানে নেন ৬ উইকেট। এতে চার ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতা ফিরলো। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৭ ও মিচেল মার্শ করেন ১৩ রান। এছাড়া পিটার হ্যান্ডসকম্ব করেন ২৪ রান।
এর আগে ৪ উইকেটে ২১৩ রান নিয়ে আজ চতুর্থ দিন ব্যাট করতে নামে স্বাগতিক ভারত। চেতেশ্বর পূজারা ৭৯ ও আজিঙ্কা রাহানে ৪০ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম উইকেটে তারা ১১৮ রান যোগ করে রাহানে ফেরেন ৫২ রানে। এরপর পূজারা ফেরেন ৯২ রানে। এরপর ঋদ্ধিমান সাহা ২০ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৬৭ রানে নেন ৬ উইকেট।
