আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় ৫ পাকিস্তানি সেনা ও ১০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের আইএসপিআর-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ডন। খবরে বলা হয়, রোববার রাতে তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসীরা’ সীমান্তের অপর দিক থেকে হামলা চালায়। পাল্টা গুলি চালায় পাকিস্তানি সেনারা। গোলাগুলিতে ৫ সেনা ও ১০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়।