Wednesday, May 7

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত ! আহত ১ !

অপারেশন স্ট্রম ২০১৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে রাজধানীর কল্যাণপুরের ৫ নং সড়কের ৫ তলা ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে।

অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেছেন। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

র‌্যাব-পুলিশের অন্তত ১০০০ সদস্য অংশ নিয়েছে এই অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে

ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মুহূ গুলির শব্দ শোনা যাচ্ছিল।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি বাসায় জঙ্গি আস্তানা খুঁজে পেলে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই সময় হাসান নামে এক জঙ্গি বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে আটক করে। জঙ্গি হাসান জানান, তারা জেএমবির সক্রিয় সদস্য।

আটক হাসান পুলিশকে জানায়, সে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। ওই বাড়িতে পুলিশ যাওয়ার আগে মোট জেএমবির ১১ জন সদস্য অবস্থান করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জেএমবি সদস্য পালিয়ে যায়। বাকি সাতজন ওই বাড়ির ভেতরেই রয়েছে।

Leave a Reply