Sunday, February 16

আইএস হামলার পর ভারতে হাই এলার্ট জারি

ভারতের মধ্যপ্রদেশে হামলা এবং উত্তর প্রদেশে আইএস জঙ্গীর সন্ধান পাওয়ার পরই উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে  হাই এলার্ট জারি করা হয়েছে। উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ সরকারের কাছ থেকে আইএস নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার মধ্যপ্রদেশের  জাবরি স্টেশনের কাছে ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনের শেষ কামরায় বিস্ফোরণ ঘটে। পাঁচজন মহিলা-সহ ন’জন আহত হন। নাশকতায় জড়িতদের সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে অভিযান চালায় পুলিশ। মধ্যপ্রদেশের পিপারিয়া থেকে গ্রেপ্তার করা হয়  দানিশ আখতার, সৈয়দ হুসেন ও আনিস মুজফ্ফর নামে উত্তরপ্রদেশের কানপুর ও আলিগড়ের তিন বাসিন্দাকে। এরপর কানপুর থেকে ফয়জান ও ইমরান নামের আরও দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তবে উত্তর প্রদেশের লখনউয়ে পুলিশের সন্ত্রাস দমন শাখা  অভিযান চালিয়ে খতম করে সাইফুল নামে এক আইএস জঙ্গীকে। মৃত জঙ্গীর ডেরা থেকে পাওয়া গিয়েছে প্রচুর অস্ত্র, বিস্ফোরক ও আইএস পতাকা। সাইফুলের ডেরা থেকে উদ্ধার হওয়া সামগ্রী দেখে পুলিশ নিশ্চিত যে, ভারতে বেশ পরিকল্পিতভাবেই মডিউল চালাচ্ছিল তারা। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভারতে আইএস জঙ্গীদের সম্পর্কে ভারতকে সতর্ক করে বার্তা পাঠিয়েছিল বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রদেশের কিছু যুবকের উপরে প্রভাব বিস্তার করেছে আইএস নেতারা। সেই যুবকরাই আইএসের ‘লখনউ-কানপুর খোরাসান’ মডিউল তৈরি করেছে বলে পুলিশের দাবি।

Leave a Reply