Tuesday, December 10

বৈশাখে আসছেন জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতার চলচ্চিত্রেও ব্যাপক সমাদৃত। সেখানকার কয়েকটি সিনেমায় প্রশংসনীয় অভিনয় সুবাদে ইতিমধ্যে শক্ত একটি অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। এবার আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে নতুন একটি ছবি নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত কলকাতার ছবি ‘বিসর্জন’। এটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। জয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। পহেলা বৈশাখ উপলক্ষে এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। জয়া জানিয়েছেন, সামপ্রতিক সময়ের গল্প নিয়ে এ সিনেমা। দুই বাংলাকে কাঁটাতার দিয়ে যে আলাদা করা যায় না, বরং প্রেম মিলিয়ে দেয় দুই বাংলাকে, সেই গল্পই বলা হয়েছে এখানে। সিনেমার গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান। সিনেমায় তৎকালীন সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেয়া হয়েছে। সব মিলিয়ে পুরনো দিনের অনুভূতি পাওয়া যাবে। উল্লেখ্য, কলকাতায় এ যাবৎ জয়া অভিনীত ‘আবর্ত’, ‘একটি বাঙালি ভূতের গল্প’, ‘রাজকাহিনী’, ‘ঈগলের চোখ’ সিনেমাগুলো মুক্তি পেয়ে ব্যাপক প্রশংসা পায়। সমপ্রতি দেশে ‘বিউটি সার্কাস’ নামে একটি ছবির  শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়া অনুদান পাওয়া ‘দেবী’ ছবির শুটিং পূর্ববর্তী কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন তিনি।

Leave a Reply