Friday, April 19

সাবেক কর কমিশনার হত্যা: ৫ জনের ফাঁসি

রাজধানীর রামপুরায় সাবেক কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরকার এই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন- গাড়িচালক মো. নাসির, তার চার সহযোগী রাসেল তালুকদার, মো. রুস্তম, মো. আমির হোসেন ও সোহেল রানা।  বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামি হলেন- নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।
২০১৫ সালের ২ মার্চ রাতে কমিশনার আবু তাহেরের রামপুরার বাসায় তার গাড়িচালক নাসিরসহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে মুঠোফোন, স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করে। যাওয়ার সময় আবু তাহেরের ডান হাতের কব্জির রগ কেটে দেয় তারা। এ ঘটনার পরের দিন সকালে আবু তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান তার ছেলে এটিএম আরিফুল হক। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার মৃত্যু ঘটনায় ছেলে আরিফুল বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ৬ জানুয়ারি চালক নাসিরসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রায়ের আগে বিচারক ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

Leave a Reply