Saturday, April 20

এলগারের সেঞ্চুরি

২০১১ সালের জানুয়ারির পর নিউজিল্যান্ডের মাটিতে ২২ টেস্ট খেলা হয়েছে। প্রতিটিতে টস জেতা দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ৬ বছর বাদে এই নিয়ম ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। তার এই সিদ্ধান্তে অনেকে অবাক হন। দক্ষিণ আফ্রিকা ব্যাটে নামার পর সমালোচকরা নিজেদেরকে যৌক্তিক মনে করা শুরু করেন। প্রোটিয়ারা মাত্র ২২ রানে হারায় ৩ উইকেট। স্টিফেন কুক ৩, হাশিম আমলা ১ ও জেপি ডুমিনি ফেরেন ১ রানে। আমলা ও ডুমিনিকে একই ওভারে ফেরান নেইল ওয়াগনার। শুরুতেই এমন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্যাফ ডু প্লেসি নিজের সিদ্ধান্তের জন্য তখন হয়তো নিজের আঙুল কামড়াচ্ছিলেন। তিন ব্যাটসম্যান ফিরে গেলেও টিকে ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার। পাঁচ নম্বরে নামেন অধিনায়ক নিজে। এলগার ও ডু প্লেসি এবার যা করলেন তা অসাধারণ। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১২৬ রান। বিপর্যয় কাটায় প্রোটিয়ারা। বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করে অধিনায়ক ডু প্লেসি ৭ চারে ১১৮ বলে ৫২ রানে ফেরেন। তিনি যখন আউট হন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৮/৪ রান। এরপর আর উইকেট দেয়নি প্রোটিয়ারা। ডিন এলগার ২ চারে ২৬২ বলে ১২৮ ও তেম্বা বাভুমা ১০১ বলে ৩৮ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৯ রানে। নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ২ এবং ট্রেন্ট বোল্ট ও জেমস নিশাম একটি করে উইকেট নিয়েছেন।

Leave a Reply