Sunday, July 21

কাটরিনার খোলামেলা ছবি ভাইরাল

দীপিকা, প্রিয়াংকা, সোনমদের দাপটে এখন তেমন একটা আলোচনায় নেই কাটরিনা কাইফ। বিশেষ করে গত বছর তার করা ‘বার বার দেখো’ ছবিটি সুপারফ্লপ এর কাতারে চলে আসার পর আর সংবাদেও তেমন একটা নেই তিনি। এখন কাটরিনা শুটিং করছেন ‘জা¹া জাসুস’ ছবির। এ ছবির শুটিং এখন শেষ পর্যায়ে। এদিকে নতুন খবর হলো সম্প্রতি কাটরিনা নিজের একটি বিকিনি পড়া ছবি ফেসবুক পেজে আপলোড করেছেন। সাদা বিকিনি পড়া এ ছবিটি ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। আর এর মাধ্যমে নতুন করে আলোচনায় চলে এসেছেন তিনি। এর আগে বেশ কয়েকটি ছবিতেই বিকিনি পড়ে ক্যামেরাবন্দি হয়েছেন কাটরিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পড়া ছবি পোস্ট করেননি কখনও। অনেকেই বলছেন অনেক দিন ধরে আলোচনায় নেই এ অভিনেত্রী। খানিক আলোচনায় আসার জন্যই এমন ছবি পোস্ট করেছেন তিনি। আবার অনেকে বলছেন এটা ‘জা¹া জাসুস’ ছবির প্রচারনার জন্যই করেছেন কাটরিনা। তবে যে যাই বলুক, কাটরিনার এ ছবিটি এখন অনলাইনের ‘হট কেক’ এ পরিণত হয়েছে।

Leave a Reply