Tuesday, December 16

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, জন্মবার্ষিকীতে ৫ টাকার চা ২ টাকা

নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ৫ টাকা কাপ চা ২ টাকায় বিক্রি করে করেছেন জহুরুল ইসলাম (৩৯) নামের এক চা বিক্রেতা। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার লোকমানপুর রেলস্টেশন বাজারে নিজের দোকানের এই কম মূল্যে চা বিক্রি করেন তিনি।

বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি এ কাজ করেছেন বলে জানিয়েছেন। চা দোকানি জহুরুল ইসলাম একই উপজেলার চিথলিয়া গ্রামের মৃত শুকলাল মণ্ডলের ছেলে।

জহুরুল ইসলাম জানান, তিনি যখন পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন তখন থেকে লোকমানপুর স্টেশন বাজারে চা বিক্রি শুরু করেন। ছোটবেলা থেকেই তার চায়ের দোকানে বঙ্গবন্ধুর দেশ স্বাধীনের গল্প বিভিন্নজনের কাছে শুনে বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা জন্মে যায়। এরপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অনুষ্ঠান হলে তিনি চা বিক্রি বন্ধ করে ছুটে যেতেন সেসব অনুষ্ঠানে। সবাই অনুষ্ঠান করেন কিন্তু তিনি কিছুই করতে পারেন না।

তিনি জানান, তাই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে নানা আয়োজন দেখে নিজেও কিছু একটা করতে চেয়েছেন। সেই ইচ্ছা থেকেই জাতির পিতার জন্মবার্ষিকীতে তিন পুত্রসন্তানের জনক জহুরুল ইসলাম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। তার উপার্জনের একমাত্র অবলম্বন চা বিক্রি করেন কমমূল্যে। প্রতিদিন তিনি ৫ টাকা কাপ চা বিক্রি করলেও এদিন বিকাল থেকে শুরু করেন ২ টাকা দরে প্রতি কাপ চা বিক্রি। এ খবর ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ক্রেতাদের ভিড় জমে যায় জহুরুলের দোকানে। এরপর তিনি রাত ৯টা পর্যন্ত তার দোকানের সব ক্রেতার কাছে এ কম মূল্যে চা বিক্রির ঘোষণা দেন।

তার দোকানে চা খেতে আসা স্বরাপপুর গ্রামের মিলন আলী বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জহুরুলের ঘোষণা শুনে সেখানে কয়েকজন বন্ধু মিলে চা খেতে এসেছেন।

স্থানীয় শিক্ষক আনিসুর রহমান জানান, খবর পেয়ে তিনি সহকর্মীদের সঙ্গে জহুরুলের দোকানে দুই টাকা কাপ চা পান করেছেন। এর আগেও তিনি একই দিনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কম মূল্যে চা বিক্রি করেছেন।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান কাজল তার দোকানের কম মূল্যের চা পান করেছেন জানিয়ে বলেন, সামান্য চা দোকানি হয়েও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কমমূল্যে চা বিক্রি বঙ্গবন্ধুর প্রতি জহুরুলের অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে।

Leave a Reply