মামুনুর রশীদ রাজ, স্বদেশ কণ্ঠ ডটকম, সম্পাদনায়-সাইমুর রহমানঃ সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১৪ তম জাতীয় সম্মেলন এবং ১৯ তম কাউন্সিল অধিবেশন আগামীকাল ঢাকায় তেজগাঁও এর সড়ক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্ভো্ধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্ভোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এম. এ. এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব ইবনে আলম হাসান এবং ইন্সটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সভাপতি জনাব এ কে এম এ হামিদ।
অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মোঃ আব্দুল নুমান এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ।