Saturday, April 20

সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পাকিস্তান ফেরত কুমিল্লা দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় জেষ্ঠ্য তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে মামলায় ২০১৫ সালের ১১ অক্টোবর তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর তদন্ত শেষে আজ এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন আলতাফুর রহমান। শহীদুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ। এরপর তাকে ৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করা হলে ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Leave a Reply