Saturday, April 27

ফের ত্রি-মুকুট সাকিবের

ফের ক্রিকেটের তিনও ফরমেটের সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগ থেকেই তিনি রয়েছেন আইসিসি’র অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আর টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান নিয়ে বেশ কিছুদিন ধরে সাকিব আল হাসান ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে চলছে সাপ-লুডু খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট আগে টেস্ট অলরাউন্ডারের মুকুট হারান সাকিব। তাকে টপকে শীর্ষে ওঠে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফের শীর্ষে উঠলেন সাকিব। কলম্বোয় সাকিব দুই ইনিংসে ১৩১ রান ও ৬ উইকেট নেন। এতে ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৮ নম্বরে। আর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান দশম। এক্ষেত্রে তার এক ধাপ ওপরে মোস্তাফিজুর রহমান। আর টেস্টে ২০ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশেরে কাটার মাস্টার। টেস্ট ব্যাটিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। ৭ ধাপ এগিয়ে তামিম ২৪ আর ১৭ ধাপ এগিয়ে মুশফিকুর রহিম আছেন ২৮তম স্থানে। আর সাকিব আল হাসান ৫ ধাপ এগিয়ে আছেন ২১তম স্থানে।

Leave a Reply