Saturday, October 12

৪০০ বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘দানব’ গ্রহাণু! আগামীকাল সংঘর্ষের আশঙ্কা!!

৪০০ বছরে ঘটেনি। কিন্তু, আগামীকাল ঘটবে। পৃথিবীর খুব দিয়ে ঘেঁষে যাবে একটি গ্রহাণু। মাত্র ৪.৬ লুনার দূরত্ব দিয়ে পাশ করবে গ্রহাণুটি। জানিয়েছে NASA।
ওবজেক্ট 2014JO25 নামের গ্রহাণুটি WWE তারকা এবং হলিউড অভিনেতা ডোয়েইন-এর নামে ‘দ্য রক’ নামে পরিচিত।

NASA-র তরফে জানানো হয়েছে, গত ১০ বছরে এত বড় কোনও গ্রহাণু পৃথিবীর কাছে ঘেঁষেনি। এই একই গ্রহাণু ফের ৪০০ বছর বাদে পৃথিবীর পাশ দিয়ে যাবে।

তবে এই গ্রহাণু পৃথিবীর জন্য বিপজ্জনক কিনা তা স্পষ্ট করেননি NASA-র বিশেষজ্ঞরা। হালকা হলেও ‘ঝুঁকি’ রয়েছে বলেই বরং মত তাঁদের।

Leave a Reply