Wednesday, April 24

মুস্তাফিজ আগের মতো পারফর্ম না করার যে কারণ বললেন অধিনায়ক মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হৈ চৈ ফেলে দেন মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্য বোলিং করে একাই অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই বামহাতি বোলার। তবে সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে মুস্তাফিজের জন্য। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজের কাছ থেকে সেরাটা পেতে তাকে চাপমুক্ত রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুরুতে বিস্ময়কর বোলিং পারফরম্যান্স দেখালেও ইনজুরির পর বোলিংয়ে আগের সেই ধার নেই মুস্তাফিজের। তবে সেই পারফরম্যান্সও তুলনামূলক অনেক ভালো। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, “এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, সেটা স্বাভাবিক। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।”

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুস্তাফিজকে চাপমুক্ত রাখতে চান মাশরাফি। তিনি বলেন, “আমরা যদি ওকে (মুস্তাফিজ) চাপে রাখি তাহলে ওর জন্য কাজগুলো আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা প্রকাশ না করে যদি ওকে নির্ভার রাখতে পারি। তাহলে আগামী ১০ বছর আমাদের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবে মুস্তাফিজ।”

শুরুতে মুস্তাফিজের কাটার, স্লোয়ার বুঝতে না পেরে সব দলের ব্যাটসম্যানরা ধোঁকা খেয়ে আউট হতো। এখন সেই অবস্থা নেই বলে মনে করেন মাশরাফি, “এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ে ফেলছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।”

উল্লেখ্য, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামীকাল (বুধবার) দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে দলের সাথে ৪ই মে যোগ দিবেন মুস্তাফিজ।

Leave a Reply