Thursday, December 19

‘ইউক্রেনের বৃহৎ অংশ দখল নিতে চান পুতিন’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান বলে মার্কিন গোয়েন্দা সংস্থা ধারণা করেছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর এভ্রিল হেইন্স বলেন, যুদ্ধের কারণে মস্কোর সেনারা এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে, তারা কেবল নিয়ন্ত্রণে নেওয়া অঞ্চলগুলো নিজেদের করে রাখতে পারবে। এর মানে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে বলেন তিনি।

মার্চ মাসে মস্কো কিয়েভ এবং অন্যান্য শহর দখলে ব্যর্থ হওয়ার পরে ইউক্রেনের দোনবাস এলাকা দখলের প্রচেষ্টা পুনরায় ফোকাস করে।

তিনি আরও বলেন, পুতিনের এখনো একই লক্ষ্য রয়েছে, যা তিনি সংঘাতের শুরুতে রেখেছিলেন। তিনি ইউক্রেনের বেশিরভাগ অংশ দখলে নিতে চান। কিন্তু রাশিয়ার শিগগির এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম।

এভ্রিল হেইন্স বলেন, আমরা পুতিনের সামরিক উদ্দেশ্য এবং তার সামরিক সক্ষমতার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি, তার উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক বাহিনী যা অর্জন করতে সক্ষম তার মধ্যে এক ধরনের অমিল।

Leave a Reply