Tuesday, April 29

ডাকাতি হওয়া ৩৪ লাখ টাকার মধ্যে উদ্ধার ২০ লাখ

রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লাখ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ মামলায় মোট ৯ আসামি গ্রেফতারসহ ২০ লাখ ৬৯ হাজার ১৬৫ টাকা উদ্ধার হলো।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতরে কমিশনার আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- ডাকাতির মূলহোতা মহানগরীর মহিষবাথান উত্তরপাড়ার মোকলেছুর রহমানের ছেলে নুর আলম নুরু (২৩), অ্যাম্বুলেন্সচালক পবা থানার বীর গোয়ালিয়ার মকবুল হুসাইনের ছেলে মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি ব্রিজপাড়ার আব্দুর রশিদের ছেলে কামরুজ্জামান লিটন (২৬)।

গত ২১ আগস্ট ভোর ৫টার দিকে মহানগরীর পোস্টাল একাডেমির সামনে কয়েকজন পান ব্যবসায়ীর ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই রাতেই সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে ১৬ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করে পুলিশ।

এছাড়া অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

Leave a Reply