Monday, April 28

পদ্মা নদী থেকে বল তুলতে গিয়ে প্রাণ গেল ইফানের

রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদীর তীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন দমকল বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ ইফান (১৬)। সে বিনোদপুর এলাকার একেএম জাহিদুল ইসলামের বাবুর ছেলে। সে বিনোদপুর এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার আব্দুল বারী জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে মহানগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সেটি পানি থেকে তুলতে যায়। এরপর সে আর তীরে ফিরতে না পেরে পানিতে তলিয়ে যায়।

এ সময় স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দেন। এরপর দুপুরে ইফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মহানগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পদ্মা নদীতে নিখোঁজ ইফান নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Leave a Reply