গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৭ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মাছুদ আলম মন্ডল নৌকা প্রতীকে ১১ হাজার, ৬শ, ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা আশরাফুল ইসলাম পেয়েছেন ৯ হাজার,৪শ,৪২ ভোট ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৩ টি কেন্দ্রের মধ্যে ৭৩ টি ভোট কক্ষে ৩০ হাজার ৫৯৫ জন ভোটারের মধ্যে ২১ হাজার, ৬শ, ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।