
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক নেতাকর্মী নিহত১ জন।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমা হল এবং রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহত অনেককে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরেজমিনে ঘুরে তথ্য জানা গেছে।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
অন্যদিকে পুলিশও টিয়ারসেল ছোড়ে। এ ঘটনায় ঝুমুর সিনেমা হল এলাকা এবং রামগতি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের অনেকের গায়ে ছররা গুলি লেগেছে।
বিকেল পৌনে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল।
তবে এ বিষয়ে পুলিশ এবং বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।