Monday, September 9

আসছে সানির গানের নতুন মিউজিক ভিডিও ‘তোর আল্লা-দে’

স্বদেশকন্ঠ : অণু’র সঙ্গীতে-সোহাগের কথায় গাইলেন সানি ও রাত্রী প্রেয়সী’র পর আবারো গান গাইলেন সাংবাদিক ও মডেল-অভিনেতা একে আজাদ সানি। ‘ঘুম পারানি বন্ধু’খ্যাত গীতিকার সোহাগ ওয়াজিউল্লার কথায়, মাসুম আউয়ালের সুর এবং অণু মোস্তাফিজের সঙ্গীতে কণ্ঠশিল্পী রাত্রী চৌধুরীর সঙ্গে এবার ডুয়েট গান গাইলেন তিনি। ‘তোর আল্লা-দে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন তরুণ নির্মাতা সায়িম। আর সানির সাথে মডেল হিসেবে কাজ করছেন ফ্যাশন মডেল কোয়েনা চৌধুরী এবং নিপা আক্তার। আসছে ঈদে ‘অণু মোস্তাফিজ ফিচারিং সোহাগ’ শিরোনামের একটি অ্যালবাম থেকে গানটি বাজারে আসার কথা রয়েছে। এমনটাই জানালেন সানি। বললেন, গান আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। তাই গানের প্রতি দুর্বলতাও অনেক। আর তা শুধু শখের বসেই। আমার প্রথম গান ‘প্রেয়সী’ মোটামোটি ভালোই সাড়া ফেলেছিল। এবারের গানটির কথা খুবই সুন্দর আশা করছি ভালো কিছু হবে। ভিডিওটির ক্ষেত্রেও ভিন্নমাত্রা রয়েছে। রাত্রী বলেন, সানি ভাই অনেক ভালো গান এবং ওনার মধ্যে চেষ্টাও অনেক। আমি ওনার সঙ্গে ডুয়েট করেছি। অনেক ভালো করেছেন তিনি। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয় কারবে। অণু মোস্তাফিজ স্বদেশকে বলেন, সানির প্রথম গানটিও আমি করেছিলাম। এবারের গনাটিও আমি করেছি। সব চেয়ে বড় ব্যাপার হচ্ছে যদিও সানি শখে গান করেন তবে তার মধ্যে গায়কী ঢং ভালো এবং চেষ্টা অনেক। সোহাগ বলেন, বাজারে আসার কয়েকটি গান ভালো সাড়া ফেলেছে। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু লিখার। সানি ভাইয়ের জন্য যে গানটি লিখেছি আশা করছি গানের কথাগুলো সবার ভালো লাগবে। উল্লেখ্য-‘তোর আল্লাদে’ গানের মিউজিক ভিডিও’র মিডিয়া পার্টনার-দেশটিভি। এশিয়ান রেডিও। বিনোদনধারা। ভোরের কাগজ। দিনের শেষে। রেডিও  স্বদেশ.নেট (অনলাইন) (RadioSwadesh.net)। স্বদেশ নিউজ২৪.কম (অনলাইন)। আয়না টিভি (অনলাইন)। ফটোস্টুডিও পার্টনার- আকাশ আমিন ফটোগ্রাফি। ড্রেস পার্টনার- আফি’স সফিষ্টিকেশন। পোষ্ট প্রমোশন পার্টনার-চারুলতা কুটির। স্পন্সর-গেøারিয়াস বিউটি কেয়ার এন্ড স্পা, ফ্যাশন হাউস ডিমান্ড।

Leave a Reply