Saturday, October 12

সজীব রহমানের নতুন গানের মিউজিক ভিডিও ”জনম জনম” (ভিডিওসহ)

সম্পাদনায়-আরজে সাইমু, স্বদেশ নিউজ২৪: ইউটিউবে প্রকাশ হলো তরুণ কন্ঠশিল্পী সজীব রহমানের বহুল আলোচিত গান জনম জনম এর মিউজিক ভিডিও। কিছু দিন আগে গানটির স্টুডিও ভার্সন ভিডিও ইউটিউবে প্রকাশ হয় এবং তা ব্যাপক সাড়া ফেলে এবং ছড়িয়ে পড়ে শ্রোতাদের হাতে হাতে , এরই ধারাবাহিকতায় গানটির পূর্নাঙ্হ অফিসিয়াল মিউজিক ভিডিও করার ইচ্ছা যুগিয়েছে। গল্পভিত্তিক এই মিউজক ভিডিওটি পরিচালনা করেছে সৈয়দ আলী আহসান লিটন। গানটির কথা এবং সুর করেছেন সজীব রহমান নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু । গানটিতে সজীব রহমানের সাথে মডেল হিসেবে ছিলেন রথি। গানটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এর ব্যানার থেকে প্রকাশ হয়েছে। কন্ঠশিল্পী সজীব রহমান স্বদেশ নিউজকে বলেন- আশা করি মিউজিক ভিডিওটি আপনাদের মনের খোরাক পূরণ করতে পারবে। বর্তমানে রবিউল ইসলাম জীবনের কথায় এবং আমার সুরে একটি গান সহ বেশ কয়েকটি গানের কাজ করতেছি, পাশাপাশি কিছুদিনের মধ্যে একটি একক এ্যালবামের কাজ ও শুরু করতে যাচ্ছি…সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply