Thursday, May 30

জনপ্রিয় সংগীতশিল্পী রাকিব মোসাব্বিরের “মায়াবতী ময়না” (ভিডিওসহ)

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশকন্ঠ: প্রকাশিত হলো এ প্রজন্মের আলোচিত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক রাকিব মোসাবিরের নতুন গান “মায়াবতী ময়না” গানের মিউজিক ভিডিও। এই প্রথম তার নিজস্ব সার্বিক তত্বাবাধনে একক প্রচেষ্টায় গানের কথা, সুর, সঙ্গীত, গায়কী ও ভিডিও পরিচালনায় মিলিয়ে কোন এ্যালবাম মুক্তি পেল। গানটির ভিডিও পোস্ট প্রডাকশন করেছে তার নিজস্ব ভিজ্যুয়াল প্রডাক্টশন “আরএম এন্টারটেইনমেন্ট”। রাকিব জানান- যুগ চলছে এখন মিউজিক ভিডিওর। তাই পরিকল্পিতভাবেই মিউজিক ভিডিওটি মুক্তি দিলাম। এছাড়া গানটির ভিডিও দর্শক-শ্রোতাদের বেশ আনন্দ ও বিনোদেন দিবে। এর আগে আমি একাধিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি, সেই অভিজ্ঞতা থেকে এইবার এই মিউজিক ভিডিওটি নির্মাণ করলাম। রাকিব আরও জানান- এই মিউজিক ভিডিওটি বাংলাদেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউবের চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের “দিনপ্রতিদিন” অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি প্রিমিয়ার হয় মিউজিক ভিডিওটির। “মায়াবতী ময়না” গানটির কথা, সুর, সংগীত করার পাশিপাশি গানটি রাকিব নিজে গেয়েছেন এবং গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নিজেই। গানটিতে মডেল হিসেবে ছিলেন Veet Channel I-এর চ্যাম্পিয়ান চন্দ্র মনি। গেল রোজার ঈদে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় রাকিবের অষ্টম একক এ্যালবাম “মায়াবতী ময়না”। তিনি জানান- এই মাসেই নিজ প্রডাকশন হাউজের প্রযোজনায় আরও তিনটি গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে। এছাড়া গানের সঙ্গীত ও ভিজ্যুয়াল নির্মাণের পাশাপাশি আগামীতে নাটক নির্মাণ করারও ঘোষণা দিয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির। নতুন গানটির ভিডিও লিংক

Leave a Reply