Monday, September 9

জনপ্রিয়তা পাচ্ছে লাবনীর “জানিয়ে দিলাম” গানের মিউজিক ভিডিও!

সম্পদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ.কম: সময়ের জনপ্রিয় তরুণ কন্ঠশিল্পী লাবনীর নতুন গান “জানিয়ে দিলাম” গানের মিউজিক ভিডিওটি প্রকাশ হবার পর থেকে ভালো সাড়া পাচ্ছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। গানটির সঙ্গীত আয়োজন করেছেন ডিজে রাহাত। গানটির মাস্টারিং করেছেন জোহান আলমগীর। গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভাব্রত সরকার।
দর্শকদের জন্য গানটির ভিডিও লিংক নিচে দেওয়া হলো।

Leave a Reply