Sunday, July 21

আরফিন রুমী ফিচারিং শান্ত’র মিলন হবে কত দিনে (ভিডিওসহ)

arfin_rumey_saimur_swadeshসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪: প্রকাশিত হলো আরফিন রুমী ফিচারিং শান্ত’র মিলন হবে কত দিনে গান। লালন শাহী’র সুর ও কথায় গানটিতে কন্ঠ দিয়েছে শান্ত আহমেদ। এই গানের ভিডিও ডিরেকশন, এডিটিং, কালার গ্রেডিং, ডিওপি ও সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী আরফিন রুমী। গানটি লেজার ভিশনের ব্যানার থেকে প্রকাশিত হয়েছে। স্বদেশ পরিবারের সকল সদস্যদের জন্য নিচে ভিডিওটি দেওয়া হলো।

Leave a Reply