Thursday, March 28

সকলের জন্য জেনে রাখা জরুরী ! কতদিন পরপর সহবাস করা উচিৎ।

বর্ণিত আছে জনৈক ব্যক্তি হাকীম ছাকরাতকে জিজ্ঞেস করেন যে, একজন সুস্থ ও সবল ব্যক্তি তার স্ত্রীর সাথে কতদিন পরপর সহবাস করবে? জবাবে হাকীম সাহেব বললেন, বৎসরে একবার। লোকটি জিজ্ঞেস করলেন, যদি কারো যৌনশক্তি ও উত্তেজনা এবং চাহিদা অধিক হয়, হাকীম সাহেব বললেন, তাহলে মাসে একবার। লোকটি আবারে জিজ্ঞেস করলেন, যদি সে ব্যক্তি এতেও পরিতৃপ্ত না হয়, তাহলে? হাকীম সাহেব বললেন, তাহলে প্রতি সপ্তাহে একবার। ঐ লোকটি আবারো জিজ্ঞেস করলেন, এতেও যদি সে তৃপ্ত না হয়, তাহলে? হাকীম সাহেব বললেন, ধাতু বা বীর্য মানুষের শরীরের চালিকা শক্তি ও তৈল। সুতরাং যদি কেউ প্রতি সপ্তাহে একবার সহবাস করেও তৃপ্ত না হয়, তাহলে সে যেন নিজের আত্মাকে বের করে ফেলে এবং জীবনের আশা চেড়ে দিয়ে মৃত ব্যক্তির কাতারে দাঁড়িয়ে যায়। আর সে সাথে কবরের জন্যও প্রস্তুতি নেয়। সুতরাং সহবাসের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিৎ। একেবারে বেশিও না আবার একেবারে কমও না। কেননা, উভয় ক্ষেত্রেই ক্ষতির সম্ভাবনা রয়েছে। কতক জ্ঞানীরা বলেন, প্রতি তিনদিন পরপর সহবাস করা উচিৎ। তিন দিনের মধ্যে কোনো অবস্থাতেই সহবাস করবে না। পরিতৃপ্ত ব্যক্তির জন্য অতিরিক্ত খাবার যেমন ক্ষতিকর । ঠিক ঐরূপভাবে বেশি বেশি সহবাস করাও ক্ষতিকর। মোটকথা হলো, যৌনচাহিদার প্রতি সব সময় লক্ষ্য রাখা আবশ্যক।

Leave a Reply