Saturday, April 27

সিলেট থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ

আশরাফুল আলম।। ভৈরব প্রতিনিধি।।

বহুদিন ধরে হারুন নামের এক প্রতারক বিভিন্ন মানুষের নাম/ছবি দিয়ে ভুয়া আইডি কার্ড ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ব্রাস নামক একটা ঋন দানকারি এনজিওর জিএম হয়ে ঐ কোম্পানীর টাকা আত্মসাৎ করে আসছে। হারুন-অর-রশিদ নামে এই ব্যাক্তি বহুদিন ধরে ব্রাস নামক প্রতিষ্ঠানটির জিএম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সে বিভিন্ন সময়ে প্রায় ১৪০জনের নামে ভুয়া গ্রাহক, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ২৮ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে ভৈরব থানায় নতুন যোগদানকৃত এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিলেটের মোলভীবাজারের কমলগঞ্জ থানার এলাকা হইতে প্রতারক হারুককে গ্রেফতার করতে সক্ষম হয়। এই প্রসঙ্গে এস আই জাহাঙ্গীর আলম বলেন- তার বিরুদ্ধে ভৈরব থানায় ২০(১০)১৭ তাং১৫/১০/১৭ একটি প্রতারণার মামলা দায়ের হয়। গত ২৩ অক্টোবর মৌলভীবাজার এর কমলগঞ্জ থানা এলাকা হইতে আসামী হারুককে আটক করে ভৈরব থানায় নিয়ে আসা হয়। এদিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান- প্রতারক আসামী হারুন এর বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানা এলাকার পরোহরি গ্রামে এবং এই প্রতারক অনেক দিন ধরে বিভিন্ন জাল ভোটার আইডি কার্ড বানিয়ে নিজের চাকুরীরত প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিল, অবশেষে গত ২৩ অক্টোবর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ভৈরব থানা পুলিশ।

Leave a Reply