Sunday, February 5

জমকালো আয়োজনে ভৈরবে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আশরাফুল আলম।।
ভৈরবে জমকালো আয়োজনের মাধ্যমে দৈনিক প্রথম আলো’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। গত ৬ নভেম্বর ভৈরব উপজেলা মিলনায়তনে ভৈরব প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন ভৈরব প্রথম আলো বন্ধুসভার প্রধান এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। ভৈরব প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্পণ আহমেদ এবং তার সহকর্মী রিদম ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় ৬ নভেম্বর সন্ধ্যায়। মন মাতানো নাচ, গান, আবৃতির ফাঁকেফাঁকে বন্ধুসভার বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ, সংগঠক জসিম উদ্দিন রবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মডেল অভিনেতা সাইদুর রহমান বাবলু, বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির, ভৈরব বন্ধুসভার সাবেক উপদেষ্টা সাংবাদিক আলাল উদ্দিন, ভৈরব উপজেলার উপ-সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ওয়াহিদা আমিন পলি, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা লুবনা রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এর সহসভাপতি মারুকী শাহিন, ভৈরব চেম্বার অব কমার্স এর পরিচালক জাহিদুল হক জাবেদ প্রমূখ। আমন্ত্রিত অতিথিদের সকলেই তাদের বক্তব্যে ভৈরব প্রথম আলো বন্ধুসভাকে এবং দৈনিক প্রথম আলো’কে শুভেচ্ছা জানিয়ে নতুন দিনের পথ চলায় শুভ কামনা ব্যক্ত করেন। সর্বশেষে ভৈরবের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র সুমন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির আয়োজন সমাপ্তি হয়।

Leave a Reply