Saturday, October 25

সিটিব্যাংক এনএ-এর গানে গানে গুনীজন সম্মাননা ২০১৭ পেলেন দেশ বরণ্যে শিল্পী ফেরদৌস ওয়াহিদ (ভিডিও)

স্বদেশ নিউজ২৪.কম, সম্পদনায়-আরজে সাইমুর: গত ১৭ নভেম্বর ২০১৭ রাজধানীর রেডিওসন ব্লু ওয়াটার গার্ডেন এ বনার্ঢ্য আয়োজনে সিটিব্যাক এনএ বিগত বছরের ন্যায় ১৪তম গানে গানে গুনীজন সম্মাননা প্রদান করে। এবছর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বরেণ্য সংগীত শিল্পী এবং বাংলাদেশের গৌরব ফেরদৌস ওয়াহিদকে সংগীতে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে। ফেরদৌস ওয়াহিদ আজীবন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ ভাবে যোগদান করেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী এবং জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।

বিশিষ্ট গুনীজন ও জনপ্রিয় সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের হাতে সম্মাননা ক্রেষ্ট, পোট্রেইট ও সম্মানী চেক তুলে দেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী এবং সিটিব্যাংক এনএ-এর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন.রাজাশেকারান (শেখর)

অনুষ্ঠানের শুরুতে সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ তার বাবার গাওয়া জনপ্রিয় একটি গান পরিবেশ করে শিল্পীকে সম্মান জানান এবং পরে গুনীজন ফেরদৌস ওয়াহিদ নিজেই তাঁর গাওয়া কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। এই বছরের অনুষ্ঠানটির সম্পর্কে এন.রাজাশেকারান (শেখর) বলেন- আমরা বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে সম্মানিত করতে পেরে অত্যন্ত গর্বিত। বাংলাদেশের পপ সংগীতকে নিজস্ব গায়কীতে সবার মাঝে জনপ্রিয় করতে তাঁর অবদান অনসীকার্য।

২০০৪ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিগত বছরগুলোতে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রয়াত নিলুফার ইয়াসমিন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সানজিদা খাতুন, প্রয়াত সোহরাব হোসেন, ফেরদৌস রহমান,ফেরদৌসি রহমান, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা,সুবীর নন্দী, শাহনাজ রাহমাতউল্লাহ, সৈয়দ আব্দুল হাদী, মিতালী মূখার্জী এবং রুনা লায়লা মত গুণী শিল্পীদের। অনুষ্ঠান শেষে রেডিও স্বদেশ ও স্বদেশ.টিভির কর্ণধার আরজে সাইমুর রহমান ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ ও সিটিব্যাংক এনএ ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন.রাজাশেকারান (শেখর)  এর সাক্ষাতকার গ্রহন করেন। সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রেডিও স্বদেশ ও স্বদেশ টিভি।

Leave a Reply